Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ঝিকরগাছায় বিএনপির ইফতার মাহফিল

আশাহত হলে জনগণ সেই রাজপথকে আঁকড়ে ধরবে : অমিত

এখন সময়: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল , ২০২৫, ০৭:২২:১৪ পিএম

 

নিজস্ব প্রতিবেদক : যশোরের ঝিকরগাছায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করে পৌর বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসকে উদ্দেশ্য করে অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘ বাংলাদেশের মানুষ আপনাদের প্রতি আস্থা রেখেছে, তাই আপনারা এমন কোন কাজ করবেন না, এমন কোন সিন্ধান্ত নিবেন না যাতে করে বাংলাদেশের এই প্রত্যাশায় ধাক্কা লাগে। মানুষ যদি আশাহত হয়, তাহলে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে প্রয়োজনে বিকল্প বেছে নিতে সেই রাজপথকে নতুন করে আঁকড়ে ধরবে। 

পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজনের সভাপতিত্বে অনিন্দ্য ইসলাম অমিত আরো বলেন, বিশেষ একটি রাজনৈতিক দল, ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। যারা মহান মুক্তিযুদ্ধে যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছিলো, তারাই আজ দ্বিতীয় স্বাধীনতার কথা বলে। গণতন্ত্র বিশ্বাস করবেন, অথচ বাংলাদেশের ভোটাধিকার ফিরিয়ে দিতে কুন্ঠাবোধ করবেন; তাহলে কিন্তু নতুন করে ফ্যাসিবাদ সৃষ্টি হবে।’

নেতাকর্মীদের উদ্দেশ্য করে অমিত আরো বলেন, ‘বিগত ১৬ বছর আওয়ামী লীগ যা করেছে জাতীয়তাবাদী বিএনপির কোন নেতা করবে না। করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ লুটপাট করেছে, খুন করেছে গুম করেছে, চাঁদাবাজি করেছে নির্যাতন করেছে এই ধরণের কার্যক্রমে যদি বিএনপির কোন নেতা জড়িত থাকলে তারা আর জাতীয়তাবাদীর আদর্শের ছাঁয়ায় থাকতে পারবে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির  সাধারণ সম্পাদক দেলোয়ার  হোসেন খোকন, ঝিকরগাছা  থানা বিএনপির  সভাপতি ও কেন্দ্রীয়  নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নী,  চেম্বার অফ কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপি নেতা গোলাম রেজা দুলু, জেলা বিএনপির  সাংগঠনিক  সম্পাদক মুনীর  আহম্মেদ সিদ্দিকি বাচ্চু, কাজী আজম।  নেতৃবৃন্দের  মধ্যে উপস্থিত ছিলেন ঝিকরগাছা  থানা বিএনপির  সাবেক আহবায়ক  মোর্তজা এলাহি টিপু, সাবেক যুগ্ম আহবায়ক  আশফাকুজ্জামান রনি, শফিউল আজম রুমি, পৌর বিএনপির  সাধারণ রাশেদুল মোমিন সুজন,  সিনিয়র  সহসভাপতি  হাবিবুর রহমান, সাংগঠনিক  সম্পাদক  নুরুজ্জামান বাবলা, আলি হোসেন লালটু, জেলা যুবদল নেতা এম তমাল আহমেদ প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)