Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

যশোরে  বিজ্ঞান মেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

এখন সময়: শুক্রবার, ৪ জুলাই , ২০২৫, ০১:৫২:৩০ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুইদিনের বিজ্ঞান মেলা বৃহস্পতিবার শেষ হয়েছে। সমাপনী দিনে বেলা সাড়ে ১২ টায় জিলা স্কুল অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোরের পৌর প্রশাসক রফিকুল হাসান।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জিলা স্কুলের প্রধান শিক্ষক হোসনে আরা ডলি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল উদ্দীন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ।

অনুষ্ঠানে ৫টি গ্রুপের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রকল্প প্রদর্শনী সিনিয়র গ্রুপে প্রথম বাঘারপাড়া মহিলা ডিগ্রি কলেজ, দ্বিতীয় পায়রারহাট ইউনাইটেড কলেজ ও তৃতীয় ক্যান্টনমেন্ট কলেজ। প্রকল্প প্রদর্শনী জুনিয়র গ্রুপে প্রথম ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম হাই স্কুল, দ্বিতীয় বাঘারপাড়ার  চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় হয়েছে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। উপস্থিত বক্তৃতায় প্রথম যশোর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র সাজিন আহমেদ জয়, দ্বিতীয় শুভজিৎ সরকার, তৃতীয় হয়েছে  সরকারি সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী দিপান্বিতা। বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় প্রথম জিলা স্কুল, দ্বিতীয় পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় হয়েছে ঝিকরগাছা আকিজ কলেজিয়েট স্কুল। বিশেষ গ্রুপে প্রথম জেসিবি ক্লাব, দ্বিতীয়  চৌগাছা সরকারি শাহাদত পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় হয়েছে বাঘারপাড়ার ছাতিয়ানতলা মাধ্যমিক বিদ্যালয়।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)