নিজস্ব প্রতিবেদক: দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার ও মেডিকেল রিপোর্টার্স অ্যাাসোসিয়েশনের সদস্য আশিকুর রহমান শিমুলের পিতা আশরাফুল ইসলাম গাজী (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার বেলা পৌনে ১২ টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।
স্বজনরা জানিয়েছেন, হাসপাতাল থেকে আশরাফুল ইসলামের লাশ নেয়া হয় যশোর শহরের পালবাড়ি গাজিরঘাটস্থ বাড়িতে। আসরের পর গাজিরঘাট রোড মসজিদের সামনে প্রথম জানাযা নামায অনুষ্ঠিত হয়। পরে লাশ নেয়া হয় গ্রামের বাড়ি সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের মথুরাপুরে। সেখানে মাগরিব বাদ দ্বিতীয় জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এদিকে, সাংবাদিকের পিতার মৃত্যুর খবরে মরহুমের পালবাড়ির বাড়িতে যান গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, গাজীরঘাট রোড মসজিদ কমিটির সভাপতি মীর জহুরুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক লোকমান হোসেন, খেলাফত মজলিস যশোর জেলা সেক্রেটারি হাফেজ মিজানুর রহমান, গ্রামের কাগজের নির্বাহী সম্পাদক আসাদ আসাদুজ্জামান, সহকারী সম্পাদক জাহিদ আহমেদ লিটন, সাবেক বার্তা সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র রিপোর্টার ফয়সল ইসলাম, স্টাফ রিপোর্টার শিমুল ভুইয়া, রুপালী বাংলাদেশ পত্রিকার যশোর প্রতিনিধি ও দৈনিক স্পন্দনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন, লাইফ কেয়ার ডায়াগনস্টিকের পরিচালক দেলোয়ার হোসেন, যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়েত ইসলামীর সভাপতি কামরুজ্জামান, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবু, শ্রমিক দল নেতা আশরাফুর ইসলাম পান্না প্রমুখ।
আগামী মঙ্গলবার বাদআসর নামাজের পর পালবাড়ী গাজিরঘাট রোড মসজিদ ও এবং শুক্রবার জুম্মার নামাজের পর হৈবৎপুর ইউনিয়নের মথুরাপুর জামে মসজিদে প্রয়াত আশরাফুল আলম গাজীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে। দোয়া অনুষ্ঠানে সকলকে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান শিমুল ও পরিবারবর্গ।
এদিকে, শিমুলের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মেডিকেল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন যশোরের সভাপতি ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সহ সভাপতি বিএম আসাদসহ নেতৃবৃন্দ।