Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাংবাদিক শাফিন খানকে দাফন

এখন সময়: বুধবার, ১৬ জুলাই , ২০২৫, ১০:১১:২১ এম

 

খুলনা প্রতিনিধি : খুলনায় বাংলাভিশনের ন্যাশনাল ডেক্স ইনচার্জ শাফিন খানের দ্বিতীয় জানাজা মহানগরীর তালতলা জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সরদার জামে মসজিদের ইমাম সালমান বিন আমীন জানাজা পড়ান। জানাজায় অংশগ্রহণ করেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগর জামায়াতে ইসলামের আমীর মাওলানা মাহফুজুর রহমান, সেক্রেটারী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলান, এনসিপির মুখ্য সংগঠক আহম্মদ হামিম রাহাত, প্রেসক্লাবের সদস্য সচিব রাফিউল ইসলাম টুটুল, বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, বাংলাভিশনের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ, বিশেষ প্রতিবেদক আহমেদ সারোয়ার, সিনিয়র নিউজরুম এডিটর নিশান আব্দুল্লাহ, খুলনা ব্যুরো চিফ আতিয়ার পারভেজ, রংপুর ব্যুরো চিফ জুয়েল আহমেদ ও তার আত্মীয়-স্বজন- সহকর্মী-শুভাকাক্সক্ষীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। পরে  টুটপাড়া কবরস্থানে দাফনের মধ্য দিয়ে শেষ বিদায় জানানো হয় তাকে।  মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)