Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রেসক্লাব যশোরের সদস্য শাহাবুদ্দিন আলমের ইন্তেকাল, শোক

এখন সময়: বুধবার, ১৬ জুলাই , ২০২৫, ১০:১০:০৯ এম

 

নিজস্ব প্রতিবেদক: প্রেসক্লাব যশোরের সদস্য, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও দৈনিক সত্যপাঠ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন আলম (৬৩) বুধবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বাড়ি শহরের গুরুদাস বাবু লেন (ফায়ার সার্ভিস অফিসের সামনে) পশ্চিমপাড়ায়।

মৃতের ভাগ্নি জামাই আশিফ চৌধুরী জুয়েল জানান, বুধবার বিকালে হঠাৎ তার মামা শ্বশুর শাহাবুদ্দিন আলম বুকে ব্যথা নিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হন। কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। তিনি স্ত্রী, একমাত্র মেয়ে মেহজাবিন কুমকুম লোনাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মেয়ে অস্ট্রিয়াতে থাকেন। আজ বৃহস্পতিবার জোহরবাদ শহরের আবদুস সামাদ মেমোরিয়ালের সামনের মসজিদে জানাযা শেষে তাকে কারবালা কবরস্থানে দাফন করার কথা রয়েছে। তবে মেয়ে অস্ট্রিয়া থেকে আসতে পারলে সময় পরিবর্তন হতে পারে।

প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান জানিয়েছেন, শাহাবুদ্দিনের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তাঁর মরদেহ বেলা সাড়ে ১২ টায় প্রেসক্লাব চত্বরে আনা হবে।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম।

এছাড়া অপর এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও উপদেষ্টা এ.কে.এম গোলাম সরওয়ার।

তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন দৈনিক সত্যপাঠ পত্রিকার উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, প্রকাশক মাছুমা আক্তার ও সম্পাদক আমিরুল আলম খান।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

অপরদিকে, মানবাধিকার সংগঠন রাইটস যশোরের সদস্য, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ শাহাবুদ্দিন আহমেদ আলমের মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাক্তার ইয়াকুব আলী মোল্লা এবং সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ মল্লিক এক যুক্ত বিবৃতিতে এই শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)