নিজস্ব প্রতিবেদক: প্রেসক্লাব যশোরের প্রয়াত সদস্য, দৈনিক সত্যপাঠের নির্বাহী সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন আলম স্মরণে এক শোকসভা সোমবার সকালে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
সভায় আলোচনা করেন প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ দ্দৌলা, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, প্রেসক্লাবের সহসভাপতি শেখ দিনু আহমেদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান প্রমুখ। শোকসভাটি সঞ্চালনা করেন প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ।
সভার শুরুতে প্রয়াত শাহাবুদ্দিন আলম স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া সোমবার বাদ আসর প্রয়াত শাহাবুদ্দিন আলম স্মরণে পারিবারিকভাবে ভোলাট্যাংক রোডস্থ দাদা ভাই মিল জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।