Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর নার্সদের ভোটে সার্ভার বিড়ম্বনা

এখন সময়: শনিবার, ৫ জুলাই , ২০২৫, ০১:৫১:১৭ এম

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) যশোর জেলা শাখার ভোটে সার্ভার বিড়ম্বনার অভিযোগ করেছেন ভোটাররা। মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণের সময় নির্ধারণ থাকলেও সার্ভারে ত্রুটির কারণে ভোট চলে রাত ১০ টা পর্যন্ত। ৬ পদে ১১ প্রার্থী দুই প্যানেলে ভাগ হয়ে ভোটযুদ্ধে ছিলেন। বুধবার প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হবে।
জানা গেছে, যশোর ২৫০ শয্যা হাসপাতালের তৃতীয় তলার হল রুমে অনলাইন সংযোগ দিয়ে ভোট গ্রহণের বুথ তৈরি করা হয়। গ্রামীণ ব্যাংকের যশোর জোনাল অফিসের সিনিয়র কর্মকর্তা ( এপ্লিকেশন সাপোর্ট সুপারভাইজার) শংকর রায় ভোট গ্রহণের জন্য ল্যাপটপ নিয়ে বসেন। সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও সার্ভারে ত্রুটির কারণে দুপুর ১২ টা পর্যন্ত ভোটাররা ভোট দিতে পারেননি। ১২ টার পর কয়েকজন ভোটার ভোট দিতে পারলেও সার্ভারে ফের ত্রুটি দেখা দেয়। ভোটাররা জানান, দুপুর ৩ টার পর থেকে সার্ভার পুরোপুরি চালু হয়। এরপর থেকে তারা নির্বিঘ্নে ভোট দিতে থাকেন। রাত ১০ টা পর্যন্ত চলে ভোটারধিকার কার্যক্রম।
ভোটে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক মরিয়ম খাতুন। সহকারি প্রিজাইডিং অফিসার ছিলেন নার্সিং ইনস্ট্যাক্টর আরজিনা খাতুন ও পাবলিক হেলথ এর নার্স শাহিনা আক্তার।
ভোটে অংশগ্রহণ করা দুটি প্যানেলের মধ্যে শাহানাজ পারভীন তারা প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপদি পদে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার শাহনাজ পারভীন তারা, সহ সভাপতি পদে সিনিয়র স্টাফ নার্স আনোয়ারা খাতুন, সাধারণ সম্পাদক পদে সিনিয়র স্টাফ নার্স নাসরিন আক্তার পলি, কোষাধ্যক্ষ পদে সিনিয়র স্টাফ নার্স হাসিয়া খাতুন, স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি সিনিয়র স্টাফ নার্স পবিত্র বিশ্বাস ও ছাত্র-ছাত্রী বিষয়ক প্রতিনিধি পদে সিনিয়র স্টাফ নার্স নিগার সুলতানা।
অন্যদিকে শাহিদা খাতুন প্যানেলে সভাপদি পদে জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহিদা খাতুন, সহ সভাপতি পদে সিনিয়র স্টাফ নার্স সেলিনা খাতুন, সাধারণ সম্পাদক পদে সিনিয়র স্টাফ নার্স মোফাজ্জেল হোসেন, কোষাধ্যক্ষ পদে সিনিয়র স্টাফ নার্স হাসিয়া খাতুন, স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি সিনিয়র স্টাফ নার্স শিরিন সুলতানা ও ছাত্র-ছাত্রী বিষয়ক প্রতিনিধি পদে সিনিয়র স্টাফ নার্স খুকুরানী রানী দাস।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)