Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নতুন রূপে করোনাভাইরাস, যশোর স্বাস্থ্য বিভাগের সতর্কতা

এখন সময়: শনিবার, ৫ জুলাই , ২০২৫, ১২:৩৪:১৮ এম

 

বিল্লাল হোসেন: নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠেছে করোনাভাইরাস। যার নামকরণ করা হয়েছে কোভিড- ওমিক্রন এক্সবিবি। এখনো পর্যন্ত যশোরে কেউ আক্রান্ত না হলেও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, কোভিড-১৯ এর চেয়ে কোভিড- ওমিক্রন এক্সবিবি মারাত্মক শক্তিশালী। এটি শনাক্ত করাও কঠিন হলেও আক্রান্ত ব্যক্তি সহজেই কাহিল হয়ে পড়বেন। 

যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, কোভিড-ওমিক্রন এক্সবিবি এর লক্ষণগুলি হলো জ্বর কাশি ছাড়াই মাথা,  গলা, পিঠ ও জয়েন্টে ব্যথা, নিউমোনিয়া,  ক্লাটকীয়ভাবে ক্ষুধা হ্রাস পাবে। কোভিড- ওমিক্রনএক্সবিবি ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণ বেশি বিষাক্ত ও মৃত্যুর হারও বেশি। অতি অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে ও স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে। অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের “জানালা” প্রভাবিত ও নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে। কোভিড ওমিক্রন-এক্সবিবি  সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বর-মুক্ত এবং ব্যথা-মুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়,  তবে এক্স-রেতে  হালকা নিউমোনিয়া দেখা যায়। এছাড়া নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে কোভিড- ওমিক্রন এক্সবিবি নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে ও নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময়  মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে। তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত। এর ফলে ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে। সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে। ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি ও তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে।

যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল জানান, চারপাশে কোভিড-ওমিক্রন এক্সবিবি আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে ঢাকা ও রাজশাহীতে বেশ কয়েকজন করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। তাই আগেভাগে যশোরবাসীকে সকর্ত থাকার পরামর্শ দেয়া হয়েছে।

যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলা,  খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহার করতে হবে। নির্দিষ্ট সময় পর পর হাত সাবান-পানি দিয়ে ধুয়ে ফেলুন। ব্যবহার্য জিনিপত্র জীবাণুনাশক পদার্থ দিয়ে পরিষ্কার করে নিন। দরজার হাতল, সুইচ, লিফটের বাটন জীবাণুনাশক দিয়ে পরিষ্কার রাখুন ও মাস্ক ব্যবহার করুন। কেননা কোভিড- ওমিক্রন এক্সবিবি কোভিড- ১৯ মহামারীর চেয়েও মারাত্মক। যে কারণে সকলকে সচেতন ও সতর্ক হতে হবে। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)