নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার চুড়ামনকাটি প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য ওয়াহিদুজ্জামান মিলনের মা জাহানারা বেগম (৬৫) ইন্তেকাল করেছন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (২৪ জুন) রাত পৌনে ১১ টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি কাশিমপুর ইউনিয়ন বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক আব্দুল হাই তরফদারের স্ত্রী। দীর্ঘদিন ধরে নানা ধরণের রোগে ভুগছিলেন বলে সন্তানরা জানান।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
বুধবার সকাল ১০টায় ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান আড়ারদাহ মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুর রাজ্জাক। এরপর তার মৃতদেহ নেয়া হয় দৌলতিদিহি গ্রামে। দৌলতদিহি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রথম জানাজায় উপস্থিত ছিলেন গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন, অধ্যাপক মসিউল আযম, চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদ হোসেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, প্রেসক্লাব যশোরের সাবেক দফতর সম্পাদক তৌহিদ জামান, দৈনিক স্পন্দনের সাব এডিটর গোলাম মোস্তফা মুন্না, জামায়াত ইসলামীর উপজেলা অফিস বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিকী, ছাতিয়ানতলা ছাতিয়ানতলা কে আই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমান, চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, চুড়ামনকাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ সভাপতি আলমগীর কবীর, সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম, মামুন মহাসিন, বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম,মাস্টার শিমুল হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন, যুবদলের সাংগঠনিক সম্পাদক শামিম কবীর ওয়াসিম, গ্রামের কাগজের মফস্বল ফোরামের সাধারণ সম্পাদক রবিউল খান, চৌগাছা প্রেসক্লাবের সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, সাংবাদিক টিপু সুলতান, ইমাম হোসেন, মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, মোফাজ্জেল হোসেন, ইসহাক আলী গাজী, হাফিজুর রহমান প্রমুখ।
দ্বিতীয় দফা জানাজায় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোস্তফা এনামুল বারী বাবলু, সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক, কাশিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আয়ূব হোসেন, কাশিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানভীর রায়হান তুহিন, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম খান, থানা যুব দলের নেতা আবু বক্কর দিপু বিএনপি নেতা তাইজেল ইসলাম, আসাদুজ্জামান খান বাবু, আমিনুর রহমান, এনামুল হক, ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কাশেম, জেলা যুবদল নেতা আসাদুজ্জামান আসাদ, যুবনেতা তাইজুল ইসলাম, চুড়ামনকাটি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মহব্বত হোসেন প্রমুখ।
এদিকে সাংবাদিক ওয়াহিদুজ্জামান মিলনের মায়ের মৃত্যুর খবর শুনে মরহুমার বাড়িতে যান গ্রামের কাগজের মফস্বল ফোরামের সভাপতি চন্দন দাস, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আব্দুর রউফ, এএস আই নিয়ামুল প্রমুখ।