Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে আরও এক নারীর করোনা শনাক্ত

এখন সময়: শনিবার, ৫ জুলাই , ২০২৫, ১২:৪৯:০৩ এম

 

নিজস্ব প্রতিবেদক:  যশোরে আরও এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার সকালে উপসর্গ নিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর নুমনা পরীক্ষায় তার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। আক্রান্তের নাম বন্যা খাতুন (২৬)। তিনি সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের কমলাপুর গ্রামের সোহেল হোসেনের স্ত্রী। বন্যা হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রে জানা গেছে,  বন্যা খাতুন ঠাণ্ডা জ¦রে আক্রান্ত হয়ে বুধবার সকাল সাড়ে ৯ টায় যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। যার রেজিস্ট্রেশন নম্বর ৪২০৭৯/৬৩। চিকিৎসকের সন্দেহ হলে তার নমুনা পরীক্ষার নির্দেশনা দেন। বেলা ১১ টা ৩৩ মিনিটে নমুনা পরীক্ষা করলে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে চিকিৎসক তাকে করোনা ইউনিটে রেফার্ড করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, আক্রান্ত নারীকে যথাযথ চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন তিনি।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)