Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে এনটিভির ২৩তম  প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

এখন সময়: বুধবার, ১৬ জুলাই , ২০২৫, ১০:১২:৩৪ এম

 

নিজস্ব প্রতিবেদক: স্যাটেলাইট চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী যশোরে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব যশোরে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, এনটিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সজল, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম আর খান মিলন প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)