নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামী যশোর জেলার পেশাজীবী থানার উদ্যোগে ষান্মাসিক রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে যশোর শহরের প্রাচ্য সংঘ ওবায়দুল বারী অডিটোরিয়ামে এ রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল।
তিনি বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে হলে বাংলাদেশে জামায়াত ইসলাম এর বিকল্প নেই। রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে না। তাই ইনসাফ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আগামী জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলাম ক্ষমতায় যেতে চায়।
তিনি আরও বলেন, গত ১৭ বছর এই বাংলার মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসকের নির্মম দখলদারিত্বের বিরুদ্ধে ২৪ জুলাইয়ের ছাত্র অভ্যুত্থান এই জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল। সেই ছাত্র জনতা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল, আজও সেই চেতনা আমাদের ধারণ করতে হবে।
তিনি বলেন, নিরপেক্ষ, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এ দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। প্রতিটি রোকনকে নিজ নিজ অবস্থান থেকে জাতীয় নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখতে হবে, যাতে বাংলার মানুষের হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়।
ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণ করে তিনি বলেন, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে যেসব তরুণ জীবন উৎসর্গ করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাঁদের শহীদের মর্যাদায় কেয়ামতের ময়দানে ওঠান।
পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতনের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু ফয়সলের সঞ্চালনায় এ রোকন সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদীয় আসন-৩ এর যশোর সদরের জামায়াত ইসলামীর প্রার্থী সাবেক শিবির নেতা ভিপি আব্দুল কাদের।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিক, অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, পেশাজীবী থানার অফিস সেক্রেটারি গাউছুল আজম, সৈয়দ শামসুল ইসলাম রেজওয়ান হোসেন, জাহাঙ্গীর হোসেন, জাকির হোসেন প্রমুখ।
শেষে রুকনদের রিপোর্ট পর্যালোচনা, দেশ, জাতি ও শহীদ ছাত্রদের আত্মার মাগফিরাত কামনা করে ও মোনাজাত করা হয়।