Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে সড়ক দখলের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা

এখন সময়: বুধবার, ৯ জুলাই , ২০২৫, ১১:৪৮:০১ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: শহরের বেজপাড়া তালতলা-আইটি পার্ক রোডের সংযোগ সড়ক দখলের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার পিয়ারী মোহন রোডের বাসিন্দা মৃত. খোরশেদ আলমের ছেলে ফাহিম মুসতাসির বাদী হয়ে এ মামলা করেছেন। আদালতে বিচারক অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রুহিন বালুজ। বিবাদীরা হলো, পিয়ারী মোহন রোডের সোহরাব হোসেন ও তার ছেলে শাহাদৎ এবং হাবিব হোসেন ও তার স্ত্রী শিল্পী।

মামলার অভিযোগে জানা গেছে, বেজপাড়া মৌজার আরএস ১৩২৭ দাগের ৭৬ শতক জমির মধ্যে ৭ দশমিক ৬২ শতক জমি পৈত্রিক সূত্রে ফাহিম মুসতাসির ভোগদখল করছেন। তার বাড়ির সামনে বেজপাড়া তালতলা-আইটি পার্ক সংযোগ সড়ক। ইটের সলিংয়ের এ রাস্তা দিয়ে অনেক পরিবারের লোকজন চলাচল করেন। হঠাৎ প্রতিবেশী বিবাদী সোহরাব ও তার পরিবারের সদস্যরা সরকারি এ রাস্তার জায়গা তাদের দাবি করে দখলের ষড়যন্ত্র শুরু করেন। এরই ধারাবাহিকতায় গত ৬ জুলাই বিকেলে সোহরাব ও তার পরিবারের সদস্যরা টিনের বেড়া দিয়ে রাস্তা ঘিরে ফেলে। ফাহিমসহ অন্যরা নিষেধ করলে বিবাদীরা কর্ণপাত করেনি। ফলে এলাকার লোকজনের চরম অসুবিধা হচ্ছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)