নিজস্ব প্রতিবেদক: যশোরে ৪ লাখ টাকা আত্মসাতের ঘটনায় সৌদী রিয়াল প্রতারকচক্রের চার সদস্যকে আটক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আকটকৃতরা হলো, খুলনা ফুলতলার দামোদর বরনপাড়া মৃত ওমর আলী সরদার আব্দুল হামিদ, আব্দুল আলিমের ছেলে সাইফুল্লাহ সামাদ, খানজাহান আলী থানার পাড়িয়ারডাংগা এলাকার আব্দুল জলিল শেখের ছেলে এমদাদুল শেখ, আব্দুল কাশেম শেখের ছেলে রাজু শেখ।
পুলিশ সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর সলেমানপুর গ্রামের সবজি ব্যবসায়ী সিরাজুল ইসলামের সাথে পরিচয় হয় আসামিদের। আসামিরা তাকে জানায় তাদের কাছে বেশ কিছু সৌদী রিয়াল আছে যা তারা ভাঙাতে পারছে না। তখন তারা ১শ’ রিয়ালের একটি নোট দেখিয়ে প্রতি রিয়াল ১৫ টাকা দরে বিক্রি করতে চায়। গত জুন মাসের মাঝামাঝি আসামিরা সিরাজুল ইসলামের মোবাইলে কল করে এবং টাকা নিয়ে যশোর অভয়নগর নওয়াপাড়া বুইকারা পশু-হাসপাতালের পাশে আসতে বলে। সিরাজুল ইসলাম তাদের কথামত ঘটনাস্থলে হাজির হলে দুই ব্যক্তি তার সাথে কথার সময় আরও একজন আসে এবং অপর একজন দুরে দাড়িয়ে ছিল। এসময় তারা সিরাজুলকে পাশের গলির মধ্যে নিয়ে ৪ লাখ টাকা নিয়ে কাপড়ে মোড়ানো একটি পোটলা দিয়ে রিয়াল আছে বলে জানিয়ে তারা দ্রুত চলে যায়। সিরাজুল ইসলাম একটা নিরিবিলি স্থানে গিয়ে কাপড়ের পোটলা খুলে দেখতে পায় কিছু কাগজ দিয়ে একটি ভিমবার সাবান মোড়ানো। তখন সিরাজুল ইসলাম বুঝতে পারে সে প্রতারকচক্রের খপ্পরে পড়েছে। বিষয়টি যশোর জেলা পুলিশকে অবহিত করেন। অভিযোগের ভিত্তিতে যশোরের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন তদন্তে নেমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সাথে জড়িত থাকায় ওই চারজনকে আটক করে । এ ঘটনায় সিরাজুল ইসলাম বাদী হয়ে অভয়নগর থানায় একটি মামলা করেছেন। মঙ্গলবার আটক ৪ জনকে আদালতে সোপর্দ করা হলে আসামি আব্দুল হামিদ বিচারকের কাছে জবানবন্দি দিয়েছে। বিচারক তাদের প্রত্যেককে কারাগারে পাঠানোর আদেশ দেন।