কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) কেশবপুর শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের হাসপাতাল সড়কে এম জামান কমিউনিটি সেন্টারে ওই সভার আয়োজন করা হয়। মৌসুমি মেডিকেল হলের আনিসুজ্জামানকে সভাপতি ও রানা ফার্মেসির মিজানুর সিদ্দিকী রানাকে সাধারণ সম্পাদক মনোনীত করে নতুন কমিটি গঠিত হয়েছে।
বিসিডিএস’র কেশবপুর উপজেলা শাখার সভাপতি ডাঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিসিডিএস’র কেন্দ্রীয় কমিটির পরিচালক ও যশোর জেলা শাখার সভাপতি এ এম জামাল উদ্দিন বিলু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সহসভাপতি গোলাম মোসাব্বির শান্ত, নির্বাহী সদস্য শামীম আহমেদ রনি, গাউসুল আজম, কেশবপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এ কে আজাদ ইকতিয়ার, সহ-সভাপতি আনিসুজ্জামান, নির্বাহী সদস্য মিজানুর সিদ্দিকী রানা, সুশান্ত অধিকারী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শংকর কুমার পাল। সভায় নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রত্যাহার এবং এমআরপি বাস্তবায়ন ও জোরদার বিষয়ক আলোচনা করা হয়। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে মৌসুমি মেডিকেল হলের আনিসুজ্জামানকে সভাপতি ও রানা ফার্মেসির মিজানুর সিদ্দিকী রানাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।