Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নতুন স্বাধীন দেশে কোনো চাঁদাবাজ দখলবাজের জায়গা হবে না : গোলাম রসুল

এখন সময়: রবিবার, ১৩ জুলাই , ২০২৫, ০৩:২৬:১৯ এম

 

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন, তরুন যুবকদের এক মাসের সম্মিলিত আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। দেশ নতুন করে স্বাধীনতা লাভ করেছে। সেই নতুন স্বাধীন দেশে কোনো চাঁদাবাজ দখলবাজের জায়গা হবে না।

ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে ইমাম ও ধর্মীয় নেতাদের ভূমিকা অপরিসীম, দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠনে সৎ যোগ্য নেতৃত্ব যেন সংসদে যেতে পারে সে বিষয়ে তাদের ভূমিকা রাখার আহবান জানিয়েছেন।

ইমাম ও ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়ন জামায়াতে ইলামীর আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায়  ইউনিয়ন  আমির মাওলানা রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাশেন বাঘারপাড়া উপজেলা আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ আবু ঈসা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি গত ৯ জুলাই মিডফোর্ড হাসপাতাল এলাকায় নৃশংস ও পৈশাচিক হামলায় ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)