মাগুরা প্রতিনিধি : মাগুরায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনাসভা বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ আয়োজিত এ সভায় জেলা প্রশাসক ওহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম মুক্তারুজ্জামান, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার হাবিবুল হাসান।
এ সময় জুলাই আগস্টে নিহত শহিদ পরিবারের সদস্যরাসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় জুলাই আগস্ট গণঅভ্যথানে নিহত সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।