নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে নাটক ‘ম্যাডম্যান’। শুক্রবার সন্ধ্যায় প্রত্যয় থিয়েটারের পরিবেশনায়, রচনা ও নির্দেশনার পাশাপাশি একক অভিনয়ে শিপন চৌধুরী তৃষ্ণার্ত নাট্যপ্রেমীকে মুগ্ধ করে দিয়েছে। দর্শনীর বিনিময়ে এই নাটক উপভোগে সকলের আগ্রহ ছিল একটু বেশি।
অভিনয় নৈপূণ্য দিয়ে প্রায় এক ঘন্টা দশ মিনিটের এই নাটকে নিজেকে মেলে ধরেছেন শিপন চৌধুরী।
ম্যাডম্যান’ একটি মনস্তাত্ত্বিক ও প্রতীকধর্মী একক নাট্য প্রযোজনা, যেখানে একটি বিকৃত, অথচ অসামান্যভাবে সংবেদনশীল মানসিক জগৎ থেকে সমাজ, সভ্যতা, ভালবাসা, যৌনতা, নিপীড়ন এবং আত্মসত্তার দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে।
নাটকটির কেন্দ্রে রয়েছে ‘ম্যাড’, এক ধ্বংসস্তূপে গড়ে ওঠা চরিত্র, যার ভেতরে লুকিয়ে রয়েছে সমাজবহিষ্কৃত ইতিহাস, অবদমিত শৈশব, যৌন নির্যাতনের বিভীষিকা, প্রেমের প্রতারণা, ঈশ্বরের অস্পষ্টতা এবং অস্তিত্ব সংকট। নাটকটির ভাষা আবেগপ্রবণ, কখনো স্পষ্ট, কখনো বিমূর্ত; সংলাপে রয়েছে শরীর ও মানসিকতাবিশিষ্ট এক ভয়াবহ আত্মকথন।
কোরিওগ্রাফি, সাউন্ডস্কেপ এবং ভিজ্যুয়াল ইমপ্যাক্ট মিলিয়ে ‘ম্যাডম্যান’ হয়ে উঠেছে এক ধাক্কা ধরা অভিজ্ঞতা—যেখানে মঞ্চে রূপ নেয় নিঃশব্দ চিৎকার, অন্ধকারে হারিয়ে যাওয়া স্বর, এবং জীবনের গভীরতম প্রশ্ন।
ঠিক সাতটায় মঞ্চের পর্দা উঠলেও তার আগে থেকেই মিলনায়তন একরকম পূর্ণ হয়ে যায় দর্শকের উপস্থিতিতে।
ভিতরে এবং বাইরে নাটক পাগলদের উপস্থিতিতে গোটা এলাকা পরিণত হয় শিল্পী মেলায়।
নাটক ‘ম্যাডম্যান’ উপস্থাপনার তত্ত্বাবধানে ছিলেন অ্যাডভোকেট চুন্নু সিদ্দিকী, পোশাক পরিচ্ছদ ও আবাহ সংগীতে অদিতি সরকার রুমা, আলোক সজ্জায় অলোক দত্ত, মঞ্চে সজ্জায় স্বপন দাস, মিলনায়তন নিয়ন্ত্রণে তামিম,মিন, নিরব, সম্রাট, সূর্য, কনক, দীপশা ও মানহা।
এই নাট্য প্রযোজনা একাধারে মনস্তাত্ত্বিক ও দার্শনিক, যেখানে বেকারের গব্বর দিয়ে প্রবেশ করা যায় আত্ম জিজ্ঞাসা বিস্ময়কর অঞ্চলে। মানুষের বোধ মানসিক লড়াইয়ের মধ্য দিয়ে গড়ে উঠেছে এই নাটকের ভাষা ও নির্মাণ।
‘ম্যাডম্যান’ শুধুমাত্র একটি নাটক নয়, এটি সমাজের নীরবতার বিরুদ্ধে এক তীব্র উচ্চারণ।
নাটক শেষে অনুভূতি ব্যক্ত করেন নাট্যজন বৈদ্যনাথ সাহা, স্বপন দাস, প্রত্যয় থিয়েটারের উপদেষ্টা নাসরিন আক্তার লিপি, জসিম উদ্দিন খান ও জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন। সর্বশেষে সম্মাননা স্মারক প্রদান করা হয়। স্বাগত জানান অ্যাড. চুন্নু সিদ্দিকী।