মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ’জুলাই শহিদ দিবস’ পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলয়াতনে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে জুলাই শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। তবে অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের কাউকে অংশ নিতে দেখা যায়নি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শহীদ ইকবাল হোসেন, সাবেক সভাপতি মোহাম্মাদ মুছা, মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, ওসি (তদন্ত) বদরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি এস এম মজনুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক ফজলুল হক, সহকারী অধ্যাপক আব্দুল বারী, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ইবাদুল ইসলাম মনু প্রমুখ। পরে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তবে জুলাই শহিদ দিবস পালিত হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাউকে দেখা যায়নি। এ ব্যাপারে মণিরামপুরের বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি শরিফ মাহমুদ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, জুলাই শহিদ দিবসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাউকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডাকা বা দাওয়াত দেয়া হয়নি। যেটা এ দিবসকে অপমানিত করা হয়েছে। তবে উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না জানান, মণিরামপুরে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটি নেই। তারপরও বেশ কয়েকজনকে দাওয়াত দেয়া হয়েছিল।