মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর বাজার বনিক সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ আক্তারুজ্জামান বিল্লাহ ও সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব বিশ্বাসসহ কার্য নির্বাহী কমিটির সকল সদস্যদের শপথ বাক্যপাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ মিজানুর রহমান কাবুল। এর আগে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ মিজানুর রহমান কাবুল। প্রধান অতিথি ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার। বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ জিয়াউল হক বাচ্চু, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি মোঃ আজিজুর রহমান টুটুল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাজার বনিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ খসরুল আলম।