পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লেখক ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশগ্রহণ করেন ছড়াকার অ্যাড. শফিকুল ইসলাম কচি, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরী সাধু, দপ্তর সম্পাদক কবি রোজী সিদ্দিকী, কবি অসিম রায়, মরিয়ম খাতুন, জান্নাতুল ফেরদৌস জহুরা, অভিনব সাধু, আলম হোসেন প্রমুখ।