অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে কৃষক শামীম শেখ (২০) হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নিহতের পিতা ওহিদুল শেখ বাদী হয়ে ২ জনের নামসহ অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলাটি দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নিহত শামীম শেখ উপজেলার শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের বাবুরহাট এলাকার দিনমজুর ওহিদুল শেখের ছেলে। সে অন্যের জমিতে কৃষিকাজ করত।
মামলার আসামিরা হলেন, শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের আফসার আকুঞ্জির ছেলে মিজানুর রহমান আকুঞ্জি (৪০) ও একই গ্রামের ইসলাম ফকিরের ছেলে সাইফুল ফকির (২২) সহ অজ্ঞাতনামা ৮-১০জন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে শামীম তার তিন বন্ধু আরমান আকুঞ্জি, আল আমীন ও নাইম শেখের সঙ্গে স্থানীয় আশফাক উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়িতে বসে মোবাইল ফোনে গেম খেলছিলেন। এ সময় মিজানুর রহমান আকুঞ্জি, সাইফুল ফকিরসহ অজ্ঞাতনামা ৮-১০জন সন্ত্রাসী শামীমকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে তার কপালের বাম পাশে গুলিবিদ্ধ হয়। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত শামীমকে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থার শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শামীম মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম বলেন, ‘শামীম শেখ হত্যাকাণ্ডে ২ জনের নামসহ অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে তার পিতা বাদী হয়ে মামলা করেছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আসামি আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে।’