Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মববিরোধী জনসচেতনতা গড়ে তুলতে হবে : সাবেক এমপি হাবিব 

এখন সময়: শনিবার, ১৩ সেপ্টেম্বর , ২০২৫, ১১:৪৯:৪৮ পিএম

 

কলারোয়া প্রতিনিধি : বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে। আমরা কোনো অন্যায় করব না, প্রশ্রয়ও দিব না। অন্যায় বিশৃঙ্খলা করলে দলীয় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। কোনো প্রকার মব সৃষ্টি করতে দেওয়া হবে না। মববিরোধী জনসচেতনতা গড়ে তুলতে হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কলারোয়াস্থ সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়ার  সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করি। তাই মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই।   সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমরা জনগণের সাথে কাজ করতে চাই। সহনশীলতার পরিচয় দিয়ে সকলের সেবা করুন। আমাদের অঙ্গীকার করতে হবে- অন্যায় করব না, অন্যায়কে রুখে দেব। আইন হাতে তুলে নিব না। তিনি জাতীয় সংসদ নির্বাচনের জন্য সকলকে সকল বিভেদ ভুলে সর্বোচ্চ ত্যাগ প্রদর্শনের অনুরোধ জানান।  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে আশরাফ হোসেন, সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, শেখ আব্দুল কাদের বাচ্চু ও রবিউল ইসলাম, ইব্রাহিম হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, পৌর যুবদলের সদস্য সচিব মোজাফফর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মোশাররফ হোসেন, আরিফুর রহমান রঞ্জু, প্রভাষক আব্দুস সালাম দিলু, মুসা কারিম, উপজেলা কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান মনি, পৌর কৃষক দলের সদস্য সচিব রুহুল কুদ্দুস, উপজেলা তাঁতীদলের আহবায়ক আব্দুল জলিল, সদস্যসচিব জিয়াউর রহমান, উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক নুরুল ইসলাম, সদস্যসচিব আলমগীর, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহজালাল আহমেদ সাজু, ছাত্রদল নেতা জাহাঙ্গীর, সোহেল, সৈকত প্রমুখ।     

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)