আলমডাঙ্গা অফিস : শনিবার আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা হলরুমে হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মভিত্তিক আলোচনা সভা হয়েছে । ইসলামী চেতনা বিকাশ, শিক্ষার্থী-শিক্ষকদের মাঝে নৈতিকতা ও আদর্শের শিক্ষা ছড়িয়ে দিতে আয়োজনটি বিশেষ তাৎপর্য বহন করে।
অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন সম্মিলিত ইমাম-খতীব পরিষদের সভাপতি শেখ শাফায়েতুল ইসলাম হিরো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক অফিসার জিয়াউল হক, মাওলানা মাসুদ কামাল, মুফতী মাহদী হাসান, হাফেজ আয়ুব আলী, আলমডাঙ্গা সরকারি বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন ও আলমডাঙ্গা একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক।
সার্বিকভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন নওলামারী ফাজিল মাদ্রাসার প্রভাষক ও দূর্লভপুর পুরাতন জামে মসজিদের খতীব মাওলানা সাহিন শাহিদ।