Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাদক ব্যবসার বিরোধে ৫ জনকে কুপিয়ে জখম, আটক ৩

এখন সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর , ২০২৫, ০১:২৮:০২ পিএম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে হামলায় ঝিনাইদহের কালীগঞ্জে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতদেরকে হাসপাতালে ভর্তির পর আশঙ্কাজনক আসলাম হোসেন (২৮) ও গোলাম নবী (৬৮) কে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহত অন্যদের মধ্যে আমিরুল ইসলাম (৫৫). সিয়াম হোসেন (৫০) ও ইসলাম হোসেন (৬৪) কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। রোববার দিবাগত রাত ৯ টার দিকে কারীগঞ্জ পৌর এলাকার বাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই ঘটনার সাথে জড়িত অভিযোগে সোহেল, আক্তার ও আকাশ নামে তিনজনকে আটক করেছে।
হাসপাতালে চিকিৎসাধীন আমিরুল জানান, এলাকার চিহ্নিত মাদক কারবারী সোহেল ও সাগরকে ব্যবসা বন্ধ করতে নিষেধ করায় আসলামের সাথে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে রোববার রাতে ওই মাদক কারবারী সন্ত্রাসীরা আসলামকে তার বাড়ীর সামনে পেয়ে মারধর শুরু করে। তার চিৎকারে বাড়ির লোকজন বেরিয়ে আসলে ৫ জনকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। তবে, হামলার ঘটনাটি নিয়ে অনেকের মন্তব্য, মাদক সংক্রান্ত নয়, এর পেছনে একটি নারীঘঠিত ঘটনা জড়িত রয়েছে বলে অনুমান করছে।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় থানাতে একটি অভিযোগ পেয়েছেন। পুলিশ রাতেই ঘটনায় জড়িত অভিযোগে ৩ জনকে আটক করতে সক্ষম হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)