নিজস্ব প্রতিবেদক: যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার আলীপুর আমডাঙ্গা সুইস গেট এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার সাইফুল ইসলাম (৪৬) নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম যশোর শহরের জেল রোডের সিরাজুল ইসলাম ও পারভীন ইসলাম দম্পতির ছেলে। এ ঘটনায় রানা নামে আরও একজন আহত হয়েছেন। তিনি অভয়নগর উপজেলার মহাকাল গ্রামের ভাড়াটিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নওয়াপাড়া হাইওয়ে থানার এসআই আজিজুল জানান, যশোর থেকে খুলনার দিকে যাচ্ছিলেন সাইফুল ইসলাম। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।