অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে আলাদা দুটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া এবং শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার দেয়াপাড়া গ্রামের আদর্শগ্রাম এলাকার ওবায়দুল শেখের শিশু কন্যা রাজিয়া সুলতানা (২) এবং ইছামতি গ্রামের জিল্লুর শেখের ছেলে আশা শেখ (২২)।
স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে রাজিয়া বাড়ির ভেতরে খেলছিল। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক সংযোগ থাকা একটি হোল্ডারে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, দুপুর ১টার দিকে ইছামতি গ্রামে ইজিবাইকে চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন আশা শেখ। স্থানীয়রা দ্রুত তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহানা আজমীর উর্মি বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হয়ে যায়। এ কারণে তাৎক্ষণিক মৃত্যু প্রায় অনিবার্য হয়ে পড়ে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।