Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে সিলিং ফ্যান ও বাল্ব দিলেন বিএনপি নেতা লিপু

এখন সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর , ২০২৫, ০১:৫১:৪৯ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সমস্যার কথা চিন্তা করে সিলিং ফ্যান ও এসি-ডিসি বাল্ব দিয়েছেন নওয়াপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহামুদুল হাসান লিপু। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট ফ্যান ও বাল্ব হস্তান্তর করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা কৃষকদলের সভাপতি কামরুজ্জামান সুমন মোগল, সাধারণ সম্পাদক আশ্বাবুর রহমান মোল্যা, সাংগঠনিক সম্পাদক কামরুল আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাঈমুর রহমান বিজয় প্রমুখ। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে সিলিং ফ্যান ও বাল্ব গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, আরএমও ডা. মাহফুজুর রহমান সবুজ ও মেডিক্যাল অফিসার ডা. এ এন এম ফৈরদৌস শান্ত।

বিএনপি নেতা মাহামুদুল হাসান লিপু মোগল বলেন, ‘সম্প্রতি হাসপাতালে রোগী দেখতে এসে হতবাক হয়েছি। প্রচন্ড গরমে অসংখ্য রোগীকে বারান্দা ও করিডোরে চিকিৎসা নিতে দেখে আমার সামর্থ্য অনুযায়ী ফ্যান ও বাল্ব উপহার দিয়েছি।’

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব বলেন, ‘রোগীদের সমস্যার কথা চিন্তা করে বিএনপি নেতা মাহামুদুল হাসান লিপু যে আন্তরিকতা দেখিয়েছেন তা প্রশংসনীয় উদ্যোগ। ৫০ শয্যার হাসপাতাল হলেও এখানে প্রায় শতাধিক রোগী ভর্তি থাকে। যে কারণে বারান্দা ও করিডোরে রোগী রেখে সেবা দিতে হয়।’      

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)