Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কবি ফররুখ আহমেদের বাড়ি সংরক্ষণ করেই রেলপথ নির্মাণের কাজ সম্পন্ন হবে : প্রেস সচিব

এখন সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর , ২০২৫, ০৭:৪০:৩৭ এম

মাগুরা প্রতিনিধি : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মুসলিম রেনেসাঁর কবি ফররুক আহমদের বাড়ি সংরক্ষণ রেলপথ নির্মাণের কাজ সম্পন্ন হবে । মাগুরাবাসীর কাঙ্খিত এ রেলপথ বাস্তবায়ন হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। ইতিমধ্যেই মাগুরা ও ফরিদপুর অংশে গড়াই নদীর উপরে ব্রিজ নির্মাণের কাজ অব্যাহত রয়েছে। শুক্রবার সকালে মাগুরা সদরের মাঝাইল গ্রামে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের বসতবাড়ি পরিদর্শনকালে তিনি এ সব কথা বলেন। এ সময় তিনি রেলপথ প্রকল্পের মাগুরা অংশের কাজ পরিদর্শন করেন । তিনি উপস্থিত সাংবাদিকদের আরো বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন পিছনোর কোন সুযোগ নেই। জুলাই সনদ নিয়ে সংস্কার কমিশন কাজ করছে।
এ সময় প্রেস সচিব শফিকুল আলম কবি ফররুখ আহমেদের পরিবারের সাথে মতবিনিময় করেন এবং রেলের জমি অধিকরণ নিয়ে বিবাদমান সমস্যার সমাধান বিষয়ে আলোচনা করেন।
পরে রেলওয়ে প্রকল্পের মাগুরা ও ফরিদপুর অংশের সীমানায় গড়াই নদীর উপরে রেল ব্রিজের কাজ পরিদর্শন করেন।
এ সময় মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মাহাবুবুল হক, রেলপথ প্রকল্পের পরিচালক মোহাম্মদ আসাদুল হক ও প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
প্রকল্প পরিচালক হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, ফরিদপুরের মধুখালী হয়ে কামারখালী থেকে মাগুরার রামনগর ঠাকুরবাড়ির ব্রডগেজ রেলপথ প্রকল্পের কাজ শুরু হয় ২০১৮ সালে । ইতিমধ্যেই এই প্রকল্পের ৪৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে । জমি অধিকরণ কিছু জটিলতার কারণে আমাদের কাজ করতে একটু সমস্যা হচ্ছে। আশা রাখছি অল্প কিছুদিনের মধ্যেই এই সমস্যার সমাধান হবে। প্রথমদিকে কবি ফররুখ আহমেদের বাড়ি জমি অধিকরণ এর মধ্যে পড়ে যায়। এরপর পরিবারের বিভিন্ন দাবির মুখে আমরা নকশা পরিবর্তন করে কবির বাড়ি থেকে ১০ থেকে ১২ ফিট দূরে দিয়ে রেলপথ নির্মাণের কাজ সম্পন্ন করা হবে। পাশাপাশি কবি বাড়ির চারপাশে প্রাচীর দিয়ে সংরক্ষণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)