আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার বেলা ১১ টার দিকে আলমডাঙ্গার লায়লা কনভেনশন হলরুমে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আলমডাঙ্গা প্রেসক্লাবের আহবায়ক ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার শাহ আলম মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন সাবেক সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবু সালেহ মোস্তফা কামাল। প্রধান আলোচক ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি আশীষ কুমার বসু, সুবেদার মেজর অবসরপ্রাপ্ত খন্দকার সাইদুর রহমান বীর প্রতীক, এম এস জোহা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক একেএম ফারুকের উপস্থাপনায় বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি জামশিদুল হক মনি, প্রবীণ সাংবাদিক মৌলভী আবুল কাশেম, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান প্রমুখ। শপথ বাক্য পাঠ করান আলমডাঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাচন কমিশনার মোঃ সিরাজুল ইসলাম। এছাড়া এলাকার ব্যবসায়িক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।