কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে পরিবেশক সমিতির আয়োজনে বিক্রয় প্রতিনিধিদের নিয়ে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের নলডাঙ্গা ভূষন হাইস্কুল মাঠে ফাইনাল ম্যাচে উষা ফুটবল একাদশ ১-০ গোলে সাদা দল ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির সভাপতি সভাপতি এ এইচ এম আলিম, সাধারণ সম্পাদক শিপলু জামান ও উপজেলা যুবদলের যুগ্ম- আহ্বায়ক মনজুরুল হক খোকা প্রমুখ ।
উপজেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শিপলু জামান বলেন, বিক্রয় প্রতিনিধিদের কাজের বাইরেও কিছু বিনোদনের প্রয়োজন আছে। এ জন্যই মূলত এ খেলার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে বিক্রয় প্রতিনিধিদের জন্য আরো ভাল কিছু করা হবে বলে জানান তিনি।