নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি যশোর জেলা শাখার ত্রি-বার্ষিক সাধারণসভা শনিবার বেলা ১২ টায় পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভা শেষে তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা দেয়া হয়। নতুন কমিটিতে কাজী নাজির আহম্মেদ মুন্নুকে সভাপতি ও সেলিম রেজা বাবুলকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। সাধারণ সভার আলোচনায় নেতৃবৃন্দ তাদের সমস্যার কথা প্রধান অতিথির সামনে তুলে ধরে বলেন, ইটভাটা মালিকরা রাষ্ট্রের উন্নয়নে কাজ করে। ইটভাটা মালিকরা সমস্যায় থাকলেও ট্যাক্স ও ভ্যাট দেয়া বন্ধ হয় না। এখানে হাজার হাজার শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে। ইটভাটা বন্ধ হলে এসব শ্রমিক পথে বসবে। তাই ইটভাটা যাতে নিয়ম মেনে পরিচালনা করতে পারে সেই ব্যবস্থা করার দাবী জানান।
এসব সমস্যার কথা শোনার পর প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন-জুলাই-আগস্ট ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। এখনো রাজপথে আন্দোলন হচ্ছে নানা ইস্যুতে। কারণ ৫ আগস্টের আগে এর বহিঃপ্রকাশ হয়নি। বাজেটের ৮০ শতাংশ ব্যয় ধরা হয়েছে কনস্ট্রাকশনে। ইট ছাড়া এসব কাজ করা সম্ভব হবে না। সকলকে রাষ্ট্রের সাথে সহযোগিতা মনোভাব নিয়ে কাজ করতে হবে। তা না হলে কাজ করা যাবে না। দেশে প্রচলিত নিয়ম মেনে ইটভাটা করলে সহযোগিতা করা হবে। আইন অনুযায়ী ফসলী জমিতে ইটভাটা করা যাবে না। যাতে উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি সদরুল ইসলাম।
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি যশোর জেলার সভাপতি কাজী নাজির আহম্মেদ মুন্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরার সভাপতি রবিউল ইসলাম, চুয়াডাঙ্গার সভাপতি খাজা নাসির উদ্দীন, নড়াইলে কোষাধ্যক্ষ করিমুল ইসলাম, যশোর অভয়নগর উপজেলা সভাপতি আফসার মোল্লা, ঝিকরগাছার সভাপতি আব্দুর রাজ্জাক, শার্শার সভাপতি হাছান জহির, সদর উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম রেজা বাবুল।
আলোচনা সভা শেষে তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন-সভাপতি কাজী নাজির আহম্মেদ মুন্নু, সহসভাপতি বাবর আলী, কামরুল ইসলাম টুটুল, আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক সেলিম রেজা বাবুল, যুগ্ম সম্পাদক রুবায়েত ফেরদৌস, অর্থ সম্পাদক শরিফুল আলম লিমন, সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান সুমন, কার্ঙকরী সদস্য মাহাবুব আলম লাবলু, ইকবাল হোসেন,জাহাঙ্গীর আলম,শহিদুল ইসলাম শহিদ, আব্দুস সালাম, একেএম শামসুদ্দিন আহম্মেদ বাবলু, রবিউল ইসলাম মিঠু, মাহাবুব হাসান, আরমান গাজী, সাইফুল ইসলাম, আফসার আলী মোল্যা, শেখর কুমার সাহা, আনোয়ারুল কবীর, আব্দুর রাজ্জাক বিশ্বাস, আব্দুস সালাম, তৌহিদুর রহমান ও আব্দুল হালিম চঞ্চল। উপদেষ্টা দুইজন হলেন-এনামুল হক মুকুল ও আবুল কাশেম।