Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

এখন সময়: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর , ২০২৫, ০৪:১৪:০৩ এম

 

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা তা’লীমুল কুরআন নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে  দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পাতবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুষ্টিয়া মদিনা চক্ষু হাসপাতালের উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। শুরুতেই মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক ও আলমডাঙ্গা পায়লট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াছুর রহমান আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসাবে এ ক্যাম্পের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা কমিটির অন্যতম সদস্য আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুনু খন্দকার, মাদরাসা কমিটির সহসভাপতি হারুন অর রশিদ, সদস্য আব্দুল হামিদ, রাসেল রেজা আহমেদ লাভলু, আমিন উদ্দিন। ক্যাম্পে হাসপাতালের ডিপ্লোমা চক্ষু বিশেষজ্ঞ  ডাঃ নাফিজ ইকবাল, তিনি শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় ৪ জন ছানি পড়া রোগীকে বাছাই করে বিনামূল্যে অপারেশনের জন্য কুষ্টিয়া মদিনা চক্ষু হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেয়া হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)