Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শিল্পকলার মহাপরিচালক হলেন যশোরের কৃতি সন্তান কবি রেজাউদ্দিন স্টালিন

এখন সময়: সোমবার, ২০ অক্টোবর , ২০২৫, ০৭:৫২:০১ পিএম

স্পন্দন ডেস্ক: বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে এবার যশোরের কৃতি সন্দান কবি রেজাউদ্দিন স্টালিনকে বেছে নিয়েছে সরকার।

শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন রোববার বলেন, “তিনি মন্ত্রণালয়ের যোগদান করেছেন।

আশির দশকের আলোচিত কবি রেজাউদ্দিন স্টালিন জাতীয় কবিতা পরিষদের সদস্য-সচিব। কবিতায় অবদানের জন্য ২০০৬ সালে তাকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রেজাউদ্দিন স্টালিন বলেন, “শিল্পকলা একাডেমি তো আমাদের সংস্কৃতিচর্চার একটা বড় প্রতিষ্ঠান। আমরা চাই, বাংলাদেশের সংস্কৃতিচর্চাকে আরো উজ্জ্বল করতে। বাংলাদেশের যে সাংস্কৃতিক ঐতিহ্য আছে, তাকে আরো উজ্জ্বল করার জন্য কাজ করব। কেবল তো দায়িত্ব নিলাম। এ বিষয়ে পরে আরো বিস্তারিত বলব।”

গত বছরের ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে মহাপরিচালকের পদ ছাড়েন লিয়াকত আলী লাকী।

পরে গত বছরের ৯ সেপ্টেম্বর নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে দুই বছরের জন্য ওই দায়িত্ব দেওয়া হয়, পুনর্গঠন করা হয় শিল্পকলা একাডেমির পরিষদ।

কিন্তু মন্ত্রণালয়ের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে গত ২৮ ফেব্রুয়ারি সৈয়দ জামিল আহমেদ পদত্যাগ করেন। এরপর ৪ মার্চ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনকে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এরপর গত ১৪ সেপ্টেম্বর এক অফিস আদেশে সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়।

এর এক সপ্তাহের মাথায় সেই দায়িত্ব পেলেন রেজাউদ্দিন স্টালিন।

তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের আধুনিক কবিতার ধারাকে সমৃদ্ধ করে আসছেন।  তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৪৫ টি।

১৯৬২ সালের ২২ নভেম্বর ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে জন্মগ্রহণকারী রেজাউদ্দিন স্টালিন ছোটবেলা থেকেই সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত।  যশোর এম এম কলেজে অর্থনীতিতে সম্মান পাস করেন  এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়  এমএ সম্পন্ন করেন।

তার শিকড় যশোরে হলেও তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সমানভাবে খ্যাতি অর্জন করেছেন।

যশোরের কবি আজীজুল হকের সংস্পর্শে এসে  যশোর সাহিত্য পরিষদ গঠনে অগ্রণী ভূমিকা রাখেন কবি রেজাউদ্দিন স্টালিন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)