ক্রীড়া প্রতিবেদক: ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার যশোর সদর উপজেলা পর্যায়ের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। ফুটবল (বালিকা) চ্যাম্পিয়ন হয়েছে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্স আপ হয় রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমী। কাবাডি (বালিকা) যশোর সদর উপজেলা চ্যাম্পিয়ান হয়েছে আদর্শ বালিকা বিদ্যালয় এবং রানার্স আপ হয় এমএস টিপি বালিকা বিদ্যালয়। হ্যান্ডবল (বালিকা) চ্যাম্পিয়ন হয়েছে প্রগতি বালিকা বিদ্যালয় এবং রানার্স আপ হয় মুসলিম একাডেমী। দাবা, বালক (বড়) চ্যাম্পিয়ন হয়েছেন পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের আব্দুল্লাহ আল মামুন পিয়াস। বালক (ছোট) চ্যাম্পিয়ন নব কিশালয় স্কুলের উপান্তর পাল। দাবা,বালিকা (বড়) চ্যাম্পিয়ন যশোর ইংলিশ স্কুলের ফাইজা ওয়াহিদ। বালিকা (ছোট) চ্যাম্পিয়ন নব কিশালয় স্কুলের সাইকা কবির। এদিকে,বালক ফুটবলের ফাইনালে উঠেছে মুন্সী মেহেরুল্লাহ একাডেমী ও হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়। প্রথম সেমিফাইনালে মুন্সী মেহেরুল্লাহ একাডেমী ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউট নিউটাউনকে। দ্বিতীয় সেমিফাইনালে হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলের ব্যবধানে হারায় আলমনগর দাখিল মাদ্রাসাকে। ৪ দিনব্যাপী (২৫ সেপ্টেম্বর পর্যন্ত) হবে সদর উপজেলা পর্যায়ের খেলা।