খুলনা প্রতিনিধি : খুলনায় ১২ মামলার আসামি আশরাফুল করিম ওরফে রনি ওরফে ‘গলা কাটা রনি’কে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। অভিযানে নগরীর গোবরচাকা মেইন রোডের খালাসি বাড়ির মোড় এলাকায় রফিকের চায়ের দোকানের সামনে থেকে রনিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রনি খুলনার বটিয়াঘাটা উপজেলার ডেউয়াতলা গ্রামের মৃত কামরুল ইসলামের ছেলে। পুলিশ পরিদর্শক তৈমুর ইসলাম জানান, রনির বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে খুলনা মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তারে জড়িত ছিলেন। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে তিনি জানান।