স্পন্দন ডেস্ক : দেশে প্রথমবারের মত বিনামূল্যে মাসব্যাপী টাইফয়েড টিকাদানের ক্যাম্পেইনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
মণিরামপুর : সকালে মণিরামপুর প্রভাতী বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাইয়াজ আহমেদ ফয়সালের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার আবু মুত্তালেব আলম, মণিরামপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. শহিদুল্লাহ, একাডেমিক সুপারভাইজার মাসুদ আলম, প্রভাতী বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি,এম মাকসুদুর রহমানসহ প্রমুখ। মণিরামপুরে ১ লাখ ১৫ হাজার ২৯০ জনকে টাইফয়েডের টিকা দেয়া হবে।
ডুমুরিয়া : সকালে গুটুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণীর ছাত্র সিয়াম গাজীসহ ৫ জন শিশুকে টিকা প্রদান করে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজল মল্লিক। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা ট্রেনিং সেন্টারের ইন্সট্রেক্টর মনির হোসেন প্রমুখ।
কেশবপুর : কেশবপুরে প্রধান অতিথি হিসেবে টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, হাসপাতালের মেডিকেল অফিসার সমরেশ কুমার দত্ত, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুর রব, ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারী এসময় উপস্থিত ছিলেন।
পাইকগাছা (খুলনা): পাইকগাছায় শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. সুজন কুমার সরকার, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা. জহিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাজাহান আলী শেখ, উপজেলা সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ শাকিলা আফরোজ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আইসিটি অফিসার আব্দুস সামাদ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা পারভীন, নার্সিং সুপার ভাইজার হামিদা খাতুন প্রমুখ।
খুলনা : কেসিসি প্রশাসক ফিরোজ সরকার সকালে খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল এবং বেলা সাড়ে ১১টায় দারুল কুরআন দাখিল মাদরাসা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব শফিউল আলম, ইসলামিক ফাউন্ডেশন-খুলনার পরিচালক আনিসুজ্জামান সিকদার, পরিবার-পরিকল্পনা-খুলনার উপপরিচালক আকিব উদ্দিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. নাজমুর রহমান সজিব ও ইউনিসেফ-এর ইপিআই স্পেশালিস্ট ডা. তাপস হালদার, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম।
শ্রীপুর (মাগুরা) : সকালে শ্রীপুর সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রীপুর সেন্ট্রাল কেজি স্কুলের ছাত্র তনুষ ব্যানার্জী তুর্যকে টিকা দেয়ার মধ্য দিয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়। তনুষ ব্যানার্জী তুর্য উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর ছেলে। একই সাথে শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী উম্মে হাফসা ও উম্মে হাবিবাকে টাইফয়েড টিকা প্রদানের মধ্যে দিয়ে মাসব্যাপী টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী। উদ্বোধনের আগে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী। শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসেম আলী মণ্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, মাগুরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. এজাজ আহমেদ রোচি, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল প্রমুখ।
মোংলা : মোংলা পোর্ট পৌরসভার আয়োজনে টাইফয়েড (টিসিভ) টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকাল ১০ টায় পোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মোংলা পোর্ট পৌরসভা প্রশাসক শারমিন আক্তার সুমী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাশ, মোংলা পোর্ট পৌরসভার স্বাস্থ্য সহকারী মাসুদ আলম, ট্যাক্স কালেক্টর মহসিন প্রমুখ।
ফকিরহাট (বাগেরহাট) : সকালে ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের বারাশিয়া কাজী আশরাফ উদ্দিন প্রাথমিক বিদ?্যালয়ে টাইফয়েড টিকাদান ক?্যাম্পেইন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান সাগর। উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্রে সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহরিয়ার শামীম, মেডিকেল অফিসার ডা. সরদার তানভীর মাহমুদ অনিক, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, স্বাস্থ্য পরিদর্শক রঞ্জন সেন, এমটি (ইপিআই) কামাল হোসেন, প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ। ফকিরহাটে ৩৯হাজার ৮শ ৬২ শিশু-কিশোর এ টিকা পাবে।
মাগুরা : সকালে মাগুরা পিটিআই স্কুল প্রাঙ্গণে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে টাইফয়েড টিকাদানের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. শামীম কবির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফজাল হোসেন, জেলা শিক্ষা অফিসার আলমগীর কবীর, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মহসিন উদ্দিন ফকির, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. সুরভী আক্তার, মাগুরা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল হাই এবং সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান সহ জেলার বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা, শিক্ষা প্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীরা। মাগুরা মাগুরা জেলার চার উপজেলায় ২ লাখ ৪৭ হাজার ৮৭৬ জন শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কচুয়া (বাগেরহাট) : সকালে কচুয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের টাইফয়েড এর টিকাদারের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী হাসান। এ সময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাক্তার মনি সংকর পাইক, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সতীশ চন্দ্র মন্ডল, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদাস সাহা প্রমুখ।