Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে বাস হেলপার বাপ্পী হত্যা মামলায় সহকর্মী রানা অভিযুক্ত

এখন সময়: শুক্রবার, ১৭ অক্টোবর , ২০২৫, ০৪:৪৯:৪৪ এম

নিজস্ব প্রতিবেদক: যশোরে সরদার ট্রাভেলস বাসের হেলপার বাপ্পী সরদার হত্যা মামলায় সহকর্মী রানা সরদারকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এসআই কবির হোসেন মোল্যা। অভিযুক্ত রানা সরদার যশোর সদরের হুগলাডাঙ্গা গ্রামের মৃত আরিফুল সরদারের ছেলে ও সরদার ট্রাভেলসের (ঢাকা মেট্রো-ব-১৫-৯৬৫১) বাসের হেলপার।

মামলার অভিযোগে জানাগেছে, নড়াইল লোহাগাড়ার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে বাপ্পী সরদার ‘সরদার ট্রাভেলস বাসের হেলপার হিসেবে কাজ করত। ২০২৪ সালের ৪ নভেম্বর বাপ্পী বাসের হেলপারের কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে চলে যায়। ১৬ নভেম্বর সকালে যশোর কোতয়ালি থানা পুলিশের মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারে বাপ্পীকে কে বা কারা তাকে বাসের মধ্যে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে রেখে গেছে। এ ঘটনায় নিহতের পিতা ইদ্রিস সরদার বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্ত সূত্রে জানা গেছে, বাপ্পী সরদার ও রানা সরদার একই কোম্পানির বাসে হেলপারি করত। আসামি রানার যশোর পতিতা পল্লীর এক মেয়ের সাথে সম্পর্ক করে। তাকে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয় রানা। একদিন বাপ্পী রানার কাছ থেকে ফোন নিয়ে ওই মেয়ের সাথে কথা বলে। কয়েক দিন যেতে না যেতে রানার সাথে কথা বন্ধ করে ওই মেয়ে বাপ্পীর সাথে মোবাইলে সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি বুঝতে পেরে রানা তার উপর ক্ষিপ্ত হয়ে হত্যার পরিকল্পনা করে। ১৫ নভেম্বর রাতে আসামি রানা ও বাপ্পী যশোরে ছিল। বাপ্পী খুলনা বাসস্ট্যান্ডের মনির উদ্দিন পাম্পের সামনে তার বাসে ঘুমিয়ে ছিল। রানা বিষয়টি জানতে পেরে গভীর রাতে জানালা দিয়ে বাসের মধ্যে ঢুকে বাপ্পীকে ছুরিকাঘাতে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়।

এ মামলার তদন্তকালে আটক আসামির দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় রানা সরদারকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত রানা সরদারকে আটক দেখানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)