Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যুবকরা পথ হারালে জাতি হেরে যাবে: গোলাম রসুল

এখন সময়: শুক্রবার, ১৭ অক্টোবর , ২০২৫, ০১:০৭:০৭ এম

বাবুল আক্তার, চৌগাছা: যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন, ‘রাজনীতি বড়ই জটিল কাজ। এখানে মাথা ঠিক রেখে চলতে হবে। এখানে লোভ লালসা, ভয়, আতঙ্ক অনেক কিছু থাকবে কিন্তু এখানে যারা স্থির থাকতে পারবে, তারা ভালো কিছু দিতে পারবে। আর এখানে যারা হেরে যাবে, তারা নিজেরা হেরে যাবে এবং জাতিকেও হারিয়ে দেবে। তাই যুবকরা ভালো থাকলে দেশ ভালো থাকবো।’

বৃহস্পতিবার চৌগাছার কামিল মাদরাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা যুব শাখা আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা অভিভূত হয়ে লক্ষ করছি, দুটো সমাজ ইসলামকে দারুনভাবে ধারণ করছে একটি আমাদের যুবসমাজ, আর এটা আমাদের নারী সমাজ। এ পর্যন্ত তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়ে গেল। সব জায়গায় একই চিত্র। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত তরুণ ভাই বোনদের আস্থা ছাত্রশিবিরের ওপর। আমার আশা করছি এর প্রতিচ্ছবি আগামীতে বাংলাদেশ দেখবে।’

উপস্থিত যুবকদের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের অনেকগুলো প্রায়োরিটি আছে। ইন্টারন্যাশনাল রিলেশনস আছে। এ দেশের অর্থনীতি দুর্নীতিগ্রস্ত লোকদের হাত থেকে উদ্ধার করে প্রকৃত সেবকদের হাতে তুলে দিতে হবে। কোনো মতেই  ভারতীয় দালালদের হাতে এদেশকে আমরা তুলে দিতে পারি না।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়তের আমির মাও. গোলাম মোরশেদ। উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক নুরুজ্জামানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও যুবনেতা অধ্যাপক মনিরুজ্জামান, জেলা যুব নেতা কামরুল ইসলাম শিহাব, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাও. নুরুল ইসলাম, সহকারি সেক্রেটারি রহিদুল ইসলাম খান, মাও. গিয়াস উদ্দীন, পৌর জামায়াতের আমির মাও. আব্দুল খালেক, উপজেলা যুব বিভাগের সভাপতি মাও. শাহাআলম প্রমুখ। সমাবেশে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও হাজার হাজার যুবক উপস্থিত ছিলেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)