Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে সিপিআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এখন সময়: রবিবার, ২৬ অক্টোবর , ২০২৫, ১১:০৬:৩০ পিএম

 

নিজস্ব প্রতিবেদক : যশোরে সিপিআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগ ও হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। সোমবার করোনারি কেয়ার ইউনিটের চতুর্থ তলায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ এইচ এম আহসান হাবীব।

এতে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. মোহাম্মদ বদিউজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. খন্দকার রফিকুজ্জামান, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. আব্দুল কাদের, আইসিইউ ইনচার্জ ডা. রবিউল ইসলাম তুহিন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন যশোর হার্ট ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. এম এ রশিদ। আলোচক ছিলেন ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. রাজু আহমেদ। ধন্যবাদসূচক বক্তব্য দেন যশোর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. গোলাম মাহফুজ রব্বানী।

প্রশিক্ষক হিসেবে ছিলেন ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. প্রদীপ কুমার সরকার। সঞ্চালনা

করেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. তৌহিদুল ইসলাম।

এই কর্মশালায় গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার ২৬ জনকে সিপিআর প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে আমন্ত্রিত অতিথিরা প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করেন।

এ সময় বক্তারা বলেন, বিশ্বে অসংখ্য মানুষ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে।  একটু সচেতন হলেই সিপিআর এর মাধ্যমে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত ব্যক্তিকে বাঁচানো সম্ভব। যে সাধারণ মানুষকে সিপিআর প্রশিক্ষণের মাধ্যমে এক্সপার্ট করা হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)