Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুলনায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

এখন সময়: সোমবার, ১৩ অক্টোবর , ২০২৫, ০৮:৪১:৫১ পিএম

খুলনা প্রতিনিধি : খুলনার দৌলতপুরে ঘুমন্ত অবস্থায় তানভীর হোসেন শুভ (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপড়া বাজার মসজিদ সংলগ্ন নিজ বাসার জানালার ফাঁক দিয়ে তাকে গুলি করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, রাতে খাবার শেষে নিজের ঘরে মোবাইলে হেডফোনে গেম খেলছিলেন তিনি। একপর্যায়ে ঘুমিয়ে পড়েন।গভীর রাতে আনুমানিক সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যরা হঠাৎ গুলির শব্দ শুনে শুভর ঘরে গিয়ে দেখেন বিছানার পাশে পড়ে রয়েছে গুলির তিনটি খোসা। তাকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা শরীরে গুলির চিহ্ন শনাক্ত করেন এবং ঢাকায় উন্নত চিকিৎসার পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার প্রস্তুতির সময়, ভোর সাড়ে ৬ টার দিকে তিনি মারা যান। মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জানা যায়, তানভীর হাসান শুভ দীর্ঘদিন যাবৎ একটা ইন্টারন্যাশনাল মার্কেটিং কোম্পানির জিএম হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ঘরের থাই জানালার ফাঁক দিয়ে গুলি চালিয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। ঘটনার পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত চলছে।’ খুব শিগগিরই দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)