Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুলনায় সড়ক দুর্ঘটনায়  আহত জুলাইযোদ্ধার মৃত্যু

এখন সময়: সোমবার, ১৩ অক্টোবর , ২০২৫, ০৮:৩৮:৩৫ পিএম

খুলনা প্রতিনিধি : খুলনায় সড়ক দুর্ঘটনায় আহত জুলাইযোদ্ধা তানজিম মাহমুদ (২২) মারা গেছেন। সোমবার (৬ অক্টোবর) রাত দেড়টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে গত ১৪ সেপ্টেম্বর তানজিম এক বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে চেচুঁড়ি এলাকায় বেড়াতে যান। সন্ধ্যার দিকে ফেরার পথে বরুনা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় এবং পাশের গাছে ধাক্কা খায়। ঘটনাস্থলেই শিয়ালটি মারা যায়। তানজিম ও তার বন্ধু আহত হন। পরে তাদের খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তানজিমকে ঢাকায় স্থানান্তর করা হয়। যেখানে তিন সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর আজ তিনি মারা যান। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, তানজিম মাহমুদ আনসার বাহিনীর সদস্য আসলাম গাজীর ছেলে। তিনি স্থানীয় হাসানপুর এলাকার বাসিন্দা এবং খুলনার বিএল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষাতেই তিনি জিপিএ-৫ অর্জন করেছিলেন। গ্রামের স্কুল শিক্ষক মো. সেলিম হালদার বলেন, তানজিম অত্যন্ত মেধাবী ও সাহসী ছাত্র ছিলেন। জুলাই ২৪-এর গণ-অভ্যুত্থানের সময় খুলনার বিভিন্ন কর্মসূচিতে তিনি সম্মুখসারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সোমবার বিকেলে নামাজে জানাজা শেষে তানজিমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে পরিবার, সহপাঠী ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)