আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশের ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিপন মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে। রিপন মিয়াপাড়া গ্রামের সলেমান মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাতে আলমডাঙ্গার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মিয়াপাড়া ক্যানেল রোড এলাকায় অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবাসহ রিপন মিয়াকে আটক করা হয়েছে।
পাইকপাড়া পুলিশ ক্যাম্পের এসআই আব্দুল মতিন জানান, মঙ্গলবার রিপনকে আদালতে প্রেরণ করা হয়েছে।