আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌরসভার আনন্দধাম মোড়ে মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুন লাগে রথতলা এলাকার মৃত নরেন বিশ্বাসের ছেলে মন্টুর লন্ডির দোকানে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পাশের হান্নান ডেকোরেশন ও রবির ফার্মেসিতে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত মন্টু জানান, দুপুর বারোটার দিকে দোকান বন্ধ করে কিস্তি দিতে বাড়িতে গিয়েছিলাম। একটু পর দোকানে ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় শুনি আমার দোকানে আগুন লেগেছে। ছুটে এসে দেখি সব পুড়ে ছারখার। প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এখন আমি পথে বসে গেলাম, একটাও জিনিস অবশিষ্ট নেই।
হান্নান ডেকোরেশন দোকানের মালিক হান্নান প্রায় ২৫ হাজার টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন।
রবির ফার্মেসির মালিক রবি জানান, আমি তখন বাড়িতে ছিলাম। স্থানীয়রা ফোনে জানায় দোকানে আগুন লেগেছে। দৌড়ে এসে দেখি পাশের লন্ডি দোকান পুরোপুরি পুড়ে গেছে। আমার দোকানের সিলিং ক্ষতিগ্রস্ত হয়েছে, ওষুধও হয়তো নষ্ট হয়েছে। আনুমানিক ২০-২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।
তিন দোকানের বেশিরভাগ মালামাল পুড়ে গেছে। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই বলে ধারণা করেছে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ