Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুলনায় লালন তিরোধান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা

এখন সময়: সোমবার, ১৩ অক্টোবর , ২০২৫, ০৮:৪১:১০ পিএম

খুলনা প্রতিনিধি : বাংলাদেশের প্রতিটি জেলার ন্যায় খুলনায় আগামী ১৭ অক্টোবর দেশব্যাপী লালন তিরোধান দিবস পালন উপলক্ষে বুধবার দুপুরে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান-এর সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশে এই প্রথম লালন সাঁইজির অনুষ্ঠানটিকে ‘ক’ শ্রেণীতে যুক্ত করে গেজেটেড ভুক্ত করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে ‘ক’ শ্রেণীর অনুষ্ঠানকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়ে থাকে। খুলনায় এই প্রথমবারের মতো সারাদেশের ন্যায় লালন তিরোধান দিবস অনুষ্ঠিত হতে যাচ্ছে। এজন্য ১৭ অক্টোবর বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে লালন তিরোধান দিবস পালন উপলক্ষ্যে আলোচনসভা ও সন্ধ্যা সাড়ে ছয়টার পর লালন সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবক এর পাশাপাশি মেডিকেল টিম সর্বদা প্রস্তুত থাকবে। দিবসটি ব্যপক প্রচার-প্রচারণার স্বার্থে গণমাধ্যমকর্মীদেরকে একযোগে কাজ করার জন্য আহবান জানান। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, সহকারী কমিশনার নাজমুস সাকিব, খুলনা প্রেসক্লাবের  সদস্য সচিব রফিউল আলম টুটুল, প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও  সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম-সহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)