আলমডাঙ্গা অফিস: আন্তর্জাতিক পডিয়াট্রি ডে উপলক্ষে আলমডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সচেতনতামূলক সেমিনার। বুধবার সকালে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির আয়োজনে আব্দুল হামিদ ডায়াবেটিক ফুট কেয়ার ইউনিটে এই বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করা হয়।
দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীকে চিকিৎসা, পায়ের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়। রোগীদের চিকিৎসাপত্র প্রদান করেন বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ আল মামুন এবং ডা. আদনীন নাহার মৌনালী।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।