প্রেসবিজ্ঞপ্তি : দ্যোতনা সাহিত্য পরিষদের সম্পাদক কবি শাহরিয়ার সোহেল এর উনপঞ্চাশতম জন্মদিন উপলক্ষে দ্যোতনা সাহিত্য পরিষদ জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কবির দুইটি কাব্যগ্রন্থ ‘মৃন্ময়ী মাধবী’ ও ‘মাধবী-বাইরে যেয়ো না’ এর আলোচনা ও নিবেদিত কবিতা পাঠের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সদ্য পদায়নকৃত মহাপরিচালক বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত কবি রেজাউদ্দিন স্টালিন।
প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিম।
সংগঠনের অর্থ সম্পাদক কবি মঞ্জুয়ারা সোনালীর উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন কবি মোকাররম হোসেন, কবি আহাদ আলী ও সাংবাদিক দেওয়ান মোর্শেদ আলম।
আলোচক ছিলেন কবি ও সাংবাদিক গোলাম মোস্তফা মুন্না, কবি আমির হোসেন মিলন ও কবি এম এন এস তুর্কী।
অনুভূতি প্রকাশ করেন কবি শাহরিয়ার সোহেল। নিবেদিত কবিতা পাঠ ও শুভেচ্ছা জানান কবি ভদ্রাবতী বিশ্বাস, কবি বাগবুল মাহবুব, কবি রাবেয়া খানম, কবি শামশিরা পারভীন, কবি সীমান্ত বসু প্রমুখ। সবশেষে কবিকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ আয়োজনের মাধ্যমে শুভকামনা জানানো হয়।