জীবননগর প্রতিনিধি: বিএনপিতে সন্ত্রাসী-দুষ্কৃতকারী কোনো জায়গা নেই বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার উথলীতে সম্প্রতি খুন হওয়া দুই সহোদরের বাড়িতে গিয়ে খোঁজখবর নেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা বিএনপির সভাপতি এ কথা বলেন। দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর বাজারের নিকট ভেঙে যাওয়া ব্রিজ পরিদর্শন করেন তিনি।