Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুবিতে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পরিচিতি সভা

এখন সময়: সোমবার, ১৩ অক্টোবর , ২০২৫, ০৮:৩৮:৫৪ পিএম

খুলনা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রভাষকদের সাথে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর পরিচিতি সভা রোববার বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. রুমানা হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, খানবাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ খসরুল আলম, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ সফিকুল ইসলাম, অপরাজিতা হলের প্রভোস্ট প্রফেসর ড. আরিফা শারমিন এবং বিজয়’২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. সাঈদা রেহানা।

নবীন শিক্ষকদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রভাষক মোঃ মতিউর রহমান এবং আইন ডিসিপ্লিনের প্রভাষক মুমতাহিনা ফেরদৌসি। অনুষ্ঠানের শেষে নবাগত শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)