খুলনা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের জার্নাল ‘কেইউ স্টাডিজ’ এর নতুন ভলিউম ২২(১) (জানুয়ারি-জুন ২০২৫) প্রকাশিত হয়েছে। রোববার জার্নালের এডিটর ইন চিফ উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে এ ভলিউমের কপি এক্সিকিউটিভ এডিটর (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মোঃ হায়দার আলী বিশ্বাস এর কাছ থেকে গ্রহণ করেন। কেইউ স্টাডিজের সদ্য প্রকাশিত ভলিউমে ২০টি গবেষণা নিবন্ধ স্থান পেয়েছে।
উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয় স্টাডিজ-এর এডিটোরিয়াল বোর্ডের সদস্যদের জার্নালটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং বিশেষভাবে স্কোপাস ও ওয়েব অব সায়েন্সে ইনডেক্সভুক্ত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
পরে কেইউ স্টাডিজ জার্নালের সদ্য প্রকাশিত ভলিউম এর কপি স্টাডিজের এডভাইজরি এডিটরিয়াল বোর্ডের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এর হাতে তুলে দেওয়া হয়।
এ সময় কেইউ স্টাডিজের এডিটর প্যানেলের সদস্য প্রফেসর ড. আব্দুস সোবহান মল্লিক, প্রফেসর ড. মোঃ গোলাম সরোয়ার এবং প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান উপস্থিত ছিলেন।